পিডিএফ লিঙ্ক / PDF Link: Satyajit Ray-Feluda-Bombaier Bombete
ফেলুদার গল্প – বোম্বাইয়ের বোম্বেটে – সত্যজিৎ রায়
এর আগের পোস্টে যা লিখেছিলাম, তারই ধারাবাহিকতায় আরেকটি গোয়েন্দা গল্প। ফেলুদাকে নিয়ে। সত্যি বলতে কি, গোয়েন্দা গল্পের ক্ষেত্রে বাংলায় ফেলুদার গল্পসমগ্রের সমতুল্য কিছু আছে বলে আমার মনে হয় না। তবে ফেলুদার গল্পগুলোর শ্রেষ্ঠত্ব শুধুমাত্র যে গোয়েন্দাপ্রবরেরই কারণে, তা নয়। অসাধারণ প্রতিদ্বন্দিতার জন্য দরকার অসাধারণ প্রতিপক্ষের, আর ফেলুদার গল্পের ক্ষেত্রেও কিন্তু তাই। আগের দুটো গল্পে ফেলু মিত্তিরকে দুজন দুর্ধর্ষ রাঘব বোয়ালের সাথে লড়তে হয়েছিল। বোম্বাইয়ের বোম্বেটেতেও তেমনই একজনের সাথে তার দেখা হয়ে যায়। তবে পার্থক্য এই যে আগের দুটো গল্পের খলনায়কদের পরিচয় অচিরেই স্পষ্ট হয়ে উঠলেও চলচ্চিত্রের দুনিয়ায় ঘটা এই গল্পে বাস্তব আর অভিনয়ের পেছনে লুকিয়ে থাকা মুখোশধারীদের খুঁজে বের করা ফেলুদার পক্ষেও প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়।
Feluda’s Adventures – Bombaiyer Bombete (The Smugglers of Bombay) – Satyajit Ray
This time, another story of the unparalleled Bangalee sleuth Feluda. Like all good detective stories, and the two of his exploits previously posted on this site, this too features a villain whose cunning pushes the protagonist to his limits. But unlike the previous stories with their defined adversaries, this one takes place in Bollywood, a world where reality and pretense collude to mask the faces of those who pull the strings.