ছোটগল্প ৪২ – ভূতো / Short Story 42 – Bhuto (The Ventriloquist’s Doll)

Satyajit Ray-Bhuto

পিডিএফ লিঙ্ক / PDF Link:  Satyajit Ray-Bhuto

ভূতো – সত্যজিৎ রায়

জাদু নিয়ে সত্যজিৎ রায়ের লেখা কিছু গল্প এই সাইটে আগে তুলে দিয়েছিলাম। সে ধারাতেই আরেকটি সংযোজন ভূতো । ভৌতিক এই গল্পটির শুরুতে নবীন নামের ভেন্ট্রিলোকুইজম শিখতে আগ্রহী এক তরুণ একজন প্রতিষ্ঠিত জাদুকরের কাছে সাহায্য চেয়ে বেশ অপমানিত হয়। তারই প্রতিশোধ নিতে নবীন সেই জাদুকরটির আদলে ‘ভূতো’ নামের একটি পুতুল তৈরী করে ভেন্ট্রিলোকুইজম দেখাতে শুরু করে। শুরুতে নবীনের বেশ সাফল্য আসে, আর নবীন আর ভূতোর খ্যাতি বাড়ার সাথে সাথে সেই জাদুকরটিও ক্রমশ লোকজনের হাসির পাত্রে পরিণত হন… তারপর একদিন হঠাৎই পুতুলটির মধ্যে রহস্যজনক কিছু পরিবর্তন দেখা দেয়। প্রথমে নবীন সেসবকে চোখের ভুল বলে উড়িয়ে দিলেও অচিরেই সে বুঝতে পারে যে ভুতোর বদলে যাওয়া নিছক তার কল্পনা নয়।

Bhuto (The Ventriloquist’s Doll) – Satyajit Ray

This time, a continuation of the series of stories on magic by Satyajit Ray. In Bhuto, a vindictive ventriloquist makes a doll in the likeness of a magician who had once refused to mentor him. At first, his performances with the doll bring him success, but soon things take a turn for the worse as the doll starts to mysteriously develop new traits.