গান ৮৬ – হায়রে মানুষ রঙ্গীন ফানুস / Song 86 – Haire Manush Rangeen Fanush (Us Fleeting Sky Lanterns)

অনেকদিন পর আজ আবার লেখা। এতদিন যে লেখা হয়নি, তার কারণ যে শুধু কাজ, তা বলব না। খানিকটা ক্লান্তিও তো থাকতে পারে, না? যাই হোক, লিখতে বসার কারণ আমার একটি প্রিয় গান যেই মানুষটি গেয়েছেন, তাঁর চলে যাওয়া। পাঠকদের মধ্যে যারা বাংলাদেশি, তারা নিশ্চই এন্ড্রু কিশোরের নাম জেনে থাকবেন। আর পশ্চিমবঙ্গের পাঠকগণও হয়তো তাঁর গাওয়া গান শুনেছেন। সেই এন্ড্রু কিশোর আমাদের ছেড়ে চলে গেছেন ক’দিন আগে। আর সেই কারণেই হয়তো তাঁর গলায় গাওয়া হায়রে মানুষ রঙ্গীন ফানুস গানটি মনে বেজে চলছে। আমাদের জীবনগুলো যে কতটা ক্ষণস্থায়ী, আর সেই উপলব্ধিটুকু মন থেকে সরিয়েই যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে মেতে থাকি, তা খুব সরল ও সুন্দরভাবে ব্যক্ত হয়েছে গানটিতে। গীতিকার সৈয়দ শামসুল হক ফানুসকে উপমা হিসেবে ব্যবহার করে আমাদের মনোহর অথচ অচির জীবনকে যেভাবে তুলে ধরেছেন, তা পাঠকের মনে দাগ কাটতে বাধ্য। প্রয়াত গায়ককে মনে রেখে তাই এই জনপ্রিয় গানটি পংক্তি ও ভিডিওসহ তুলে দিলাম। সৈয়দ শামসুল হকের লেখা আর এন্ড্রু কিশোরের গলায় হায়রে মানুষ রঙ্গীন ফানুস

A long break later, another post. For those readers who know Andrew Kishore, the Bangladeshi playback singer, news of his passing has been one of sorrow. I had grown up listening to his songs, and on the occassion of his passing, one in particular resonantes in the mind. Written by Syed Shamsul Haque and sung by Andrew Kishore, Haire Manush Rangeen Fanush (Us Fleeting Sky Lanterns) expresses with beautiful simplicity the frailty and transience of life. In our everyday lives, we set aside thoughts of our fleeting presence, and busy ourselves with the trivia and goals that life presents us. In truth, however, we are all fragile and fleeting lanterns in the sky, which the song reminds us. Therefore, for your contempleation, the song Haire Manush Rangeen Fanush… lyrics and the a youtube link are provided below.

হায়রে মানুষ রঙ্গীন ফানুস

হায়রে মানুষ রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস,
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ,
হায়রে মানুষ রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস হায়রে মানুষ…

হায়রে মানুষ রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস,
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ,
হায়রে মানুষ রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস হায়রে মানুষ…

পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া
সোনার পিনিশ বানাই ছিলা যতন করিয়া,
পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া
সোনার পিনিশ বানাই ছিলা যতন করিয়া,
চেলচেলাইয়া চলে পিনিশ ডুইবা গেলেই ভুস…

হায়রে মানুষ রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস।

মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া,
মাটির মানুষ থাকে সোনার মহল গরিয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া,
ঝলমলায়া জ্বলে পিদিম নিইভ্যা গেলেই ফুস…

হায়রে মানুষ রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস,
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ,
হায়রে মানুষ রঙ্গীন ফানুস…
রঙ্গীন ফানুস হায়রে মানুষ…
হায়রে মানুষ রঙ্গীন ফানুস…
রঙ্গীন ফানুস হায়রে মানুষ…

গীতিকার – সৈয়দ শামসুল হক
গায়ক – এন্ড্রু কিশোর
সুরকার – আলম খান